ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নবীনগরে চাঁদা না দেওয়ায় অটোর গ্যারেজে আগুন লাগানোর প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
majedur
আগস্ট ১০, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারের পল্লী বন্ধু অটোরিকশা গ্যারেজে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানববন্ধনে দাবি করা হয় গত ৮ই আগস্ট আনুমানিক বিকাল ৪.২০ মিনিটে একই এলাকার সৌরভ নামে ছাত্রলীগ নেতা তার দলবল নিয়ে অগ্নিসংযোগ করে। ছাত্রলীগ নেতা সৌরভ আগুন লাগায় বলে ভুক্তভোগী দাবি করেন।
উক্ত অগ্নি সংযোগে দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অটো রিক্সার গ্যারেজ মালিক জামাল মিয়া বলেন আমার নিকট চাঁদা দাবী করে সৌরভ আমি দিতে অস্বীকৃতি জানালে আমার গ্যারেজে আগুন লাগিয়ে দেয়।
এ সময় উপস্থিত দুইজন গৃহবধূ পরশমনি ও সাথী আক্তার বলেন, আমরা ঘর তোলার সময় ও এই সৌরভ চাঁদা দাবী করেন, চাঁদা না দেওয়ায় আমাদের উপর হাত তুলেন আমাদের স্বামী প্রবাসী হওয়ায় আমরা আতংকে বাড়ীতে জীবন যাপন করছি।
এ সময় এলাকার অর্ধশত লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সৌরভের নিকট জানতে চাইলে সৌরভ বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং আমি আমার বাড়ী থেকে বের হওয়ার রাস্তায় ঘর তুলায় প্রতিবাদ করলে আমার মাকে মারধর করে জামাল মিয়া ও তাদের আত্মীয়স্বজন।

Don`t copy text!