রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণ করলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শনিবার (১০আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল পক্ষ থেকে দেড় শতাধিক উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: নবীনূর ইসলাম নবীন,সাবেক যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, শেখ মুজিবুর রহমান হলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন, শেখ মুজিব হলের বাবেক যুগ্ন-আহবায়ক মো:মেহেদী হাসান,শহীদ রফিক জব্বার হলের সাবেক যুগ্ম আহবায়ক শাহেদ তালুকদার, আল বেরুনী হলের সাবেক যুগ্ম আহবায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন হলের ছাত্রনেতা রায়হান হোসাইন মিল্টন, মওলানা ভাসানী হলের ছাত্রনেতা কে এম রিয়াদ সহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ।
জাবি ছাত্রদলের সাবেক সহ সভাপতি নবীনুর রহমান বলেন, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ তাদের অনুপ্রাণিত করবে।
তিনি আরো বলেন, ‘পুলিশ কর্মবিরতিতে থাকাকালীন ট্রাফিক সেবা দিচ্ছি এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছি। এসব সামাজিক কাজে অংশগ্রহণ শিক্ষার্থীদের উন্নত সমাজ বিনির্মাণে সহযোগিতা করবে।