মিরসরাই উপজেলা বিএনপি’র ৭নং কাটাছড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯আগষ্ট) মিরসরাই উপজেলার তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই শান্তি সমাবেশ শুরু হয়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান এডভোকেট আলীউল কবির ইকবাল। তিনি বলেন বিগত ১৬ বছর স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত ৫ আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেয়, ভারত থেকে বিভিন্ন রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইলে তাকে প্রত্যাখ্যান করে। তিনি আরো বলেন আমাদের শান্তিপ্রিয় মিরসরাই উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নে কোন সহিংসতা-ভাঙচুর-চাঁদাবাজি যেন না ঘটে। হিন্দু ভাইয়েদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন।
এ সময় সভাপতিত্ব করেণ হাফেজ আহম্মদ, উপজেলা বিএনপি’র সদস্য এডভোকেট মনজুর হোসন, ৭নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল আলম দিদার, ৭নং কাটাছড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব নুরউদ্দিন জাহেদ, ৭নং কাটাছড়া ইউনিয়ন যুবদল আহবায়ক অহিদুর রহমান, ৭নং কাটাছড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আবুল হাসেম মিয়াজী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি ওমর শরীফ মানিক,বৈষম্যবিরোধী ছাত্র নেতা আরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি নরুল আলম কোম্পানী,৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি আজিজুল হক, সাবেক সাধারন সম্পাদক মোঃ শহিদুল্লাহ, সাবেক সভাপতি অহিদ, নরুল আলম, হিন্দু প্রতিনিধি অজিত নাথসহ আরো অনেকে। সঞ্চালনা করেন শাহনেওয়াজ চৌধুরী সুমন সাবেক সাধারন সম্পাদক ৭নং কাটাছড়া ইউনিয়ন যুবদল। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।