ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের বিজয় উল্লাস

প্রতিবেদক
majedur
আগস্ট ৬, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

 

মিরসরাইয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্ররা বিজয় উল্লাস করেছেন।মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১ টার দিকে মিরসরাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় উল্লাসে ছাত্রদের ঢল নামে। এ সময় তারা উপজেলা চত্বরের দেওয়ালে দেওয়ালে আবু সাঈদ সহ নিহত শিক্ষার্থীদের নাম লিখেন। সমাবেশে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।এক পর্যায়ে নির্বাহী অফিসার মাহফুজা জেরিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সমাবেশে যোগ দিলে ছাত্রদের ভুয়া ভুয়া স্লোগানের তোপের মুখে পড়ে সমাবেশ শেষ না করেই সমাবেশ স্থল ত্যাগ করেন।শিক্ষার্থীরা বলেন, আমরা দেখেছি ছাত্রদের ফেসবুকের বিভিন্ন পোস্ট স্ক্রিনশট নিয়ে তাদের হয়রানি করেছে বাড়িতে গিয়ে অনেককে হামলাও করেছে। সব কিছুর বিচার করতে হবে। নিরপরাধ ছাত্রদের অবিলম্বে মুক্তি দিতে হবে।তারা আরো বলেন, আমাদের এখনো চূড়ান্ত বিজয় অর্জন হয় নাই। আমাদের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Don`t copy text!