বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন।
এ খবরে রংপুরের রাজপথে বিজয় উল্লাস করছে ছাত্র-জনতা। শিশু-কিশোর, তরুণ-তরুণী, যুবক, বৃদ্ধসহ সববয়সী মানুষের ঢল নেমেছে পথে পথে।
সোমবার (৫ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে নগরীর শাপলা চত্বর, পায়রা চত্বর, লালবাগ চত্বর, পার্ক মোড়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বর, মর্ডাণ মোড়, প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, টাউন হল চত্বর, জিলা স্কুল মোড়সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল বের করে সাধারণ মানুষজন। এ সময় তাদেরকে হাতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, দুপুর ৩টার দিকেই শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ে রংপুরে। এরপরই নগরীর প্রধান সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। বিভিন্ন এলাকা থেকে পৃথক মিছিল নিয়ে সড়কে ওঠে আসেন ছাত্র-জনতা। এসব মিছিলে শিশু, ছাত্র-জনতাদের উল্লাস করতে দেখা যায়।