ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুরের আদর্শ গ্রাম (গুচ্ছ গ্রাম) এ একটি পুকুরের দখল নিয়ে গত ২৭ জুন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঐ সংঘর্ষে দুই পক্ষের প্রায় ১২ জন আহত হয়। এরপর স্থানীয় প্রশাসন পুকুরে দুই পক্ষকে না যেতে বারণ করেন যতদিন না বিষয় টির সমাধান হয়।
স্থানীয়রা জানান, প্রশাসন ও এমপি বলেছেন সবাইকে নিয়ে বসে একটি সমাধান করে দিবেন, এর আগে কেউ যেন পুকুর নিয়ে আর সংঘর্ষে না জরান। তবে ভূমিহীন অসহায় চল্লিশ ঘর পুকুরটিতে না গেলেও, পুকুর লিজ নেওয়া দাবীদার সাবেক ইউপি সদস্য মাহবুব মেম্বার গত সপ্তাহে তার দলবল নিয়ে পুকুরে পানি ছাড়েন ও পুকুরের পাড়ে মাটি ফেলেন, এ সময় স্থানীয়রা বাঁধা দিলে মাহবুব মেম্বার অশালীন গালাগাল করেন বলেও জানান ভূমিহীন চল্লিশটি পরিবারের সদস্যরা। তারা আরো জানান, আমরা গরীব অসহায় আমাদের সরকার পুকুর টি নিজেরা চাষ করে খাওয়ার জন্য লিজ দেই কিন্তু স্থানীয় প্রভাবশালী মাহবুব মেম্বার ও একটি মহল জোর করে আমাদের পুকুরটি দখল করে মাছ চাষ করছে। এতে আমরা বাঁধা দিলে আমাদের উপর হামলা চালায় এতে আমাদের অনেকই আহত হই, আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই পুকুর টি যেন আমাদের দখল মুক্ত করে দেন।
এবিষয়ে অভিযুক্ত মাহবুব মেম্বার বলেন আমার বিরুদ্ধে গালাগালি ও প্রভাবখাটানোর বিষয়টি সত্য নয়। আমি টাকা দিয়ে পুকুর লিজ নিয়েছি। আমি পুকুরে মাছ চাষ করছি পুকুরে পানি বেশি হওয়ায় পাড় ভেঙে যেতে পারে তাই মাটি ভরাট করেছি। এবিষয়টি মাননীয় এমপি মহোদয়ও অবগত আছেন।
এব্যাপারে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম কে মোবাইলে একাদিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় বিস্তারিত জানা যায়নি।