বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ মুন্সীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ঠাকুরগাঁওয়ে বিএনপির পৌর শাখার ৬ নং ওয়ার্ডের বর্ধিত ও কর্মীসভা 
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

পাইকগাছায় পিসি রায়ের জন্মবার্ষিকী উদযাপন

স্বপন কুমার রায়/দীপ্ত মন্ডল খুলনা / ১২৫ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৯:২৮ অপরাহ্ণ

 

খুলনা পাইকগাছা উপজেলার রাড়ুলীতে জেলা প্রশাসনের আয়োজনে স্যার পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর স্মৃতি প্রদর্শনী কেন্দ্র ও ভিডিও ডকুমেন্টারি সেন্টার উদ্বোধন, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ এবং আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ (শুক্রবার) বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এ উপলক্ষ্যে দুপুরে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি সংলগ্ন চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেন, আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃত ছিলেন বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়। তিনি ছিলেন বহুগুণের গুণান্বিত ব্যক্তি। ছোট বেলা থেকেই ছিলেন সকল বিষয়ে অত্যন্ত মেধাবী। পিসি রায় শুধু বিজ্ঞানী ছিলেন না, সফল উদ্যোক্তাও ছিলেন। তাঁর জীবদ্দশায় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন, প্রতিষ্ঠা করে ছিলেন সমবায় ব্যাংক। তিনি অনেক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শিক্ষাবিস্তারে তাঁর অবদান ছিলো অনস্বীকার্য। বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায়ের স্মৃতিবিজড়িত স্থান রাড়ুলীতে পর্যাটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া স্থানীয় জনগণের সুবিধার জন্য সমবায় ব্যাংকটি সংস্কার করেন নতুন করে চালু করার কথা জানান প্রধান অতিথি।

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, খুলনা প্রতœতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনন্দ মোহন বিশ^াস, মেয়র সেলিম জাহাঙ্গীর, পিসি রায় স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চু ও রাড়–লি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। এতে স্বাগত বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, রাড়–লী ইউনিয়র আওয়ামী লীগের সভাপতি, পিসি ক্লাবের সাধারণ সম্পাদক প্রমুখ বক্তৃতা করেন।

অতিথিরা পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!