ঢাকাশুক্রবার , ২ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আমিরাত থেকে বাংলাদেশী পাঁচ প্রবাসীর লাশ ঢাকায় পৌঁছেছেন

প্রতিবেদক
majedur
আগস্ট ২, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবির জুনুর শামখাহ এলাকায় গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণে একই গাড়িতে ৫ বাংলাদেশী প্রবাসী মৃত্যুবরণ করেন। গত ৭ই জুলাই ২০২৪ এই দুর্ঘটনায় কবলিত প্রবাসীরা। আমিরাতের আজমান প্রদেশ থেকে আবুধাবিতে কাজের জন্য সকালবেলা আবুধাবিতে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। এই মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সব সময় খবর রেখেছেন। এই দুর্ঘটনা সময় তাদের শরীর চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যায়।এক পর্যায়ে তাদের পরিচয় পাওয়া না গেলেও ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করেন। এই দুর্ঘটনার মধ্যে প্রাণ হারান ঢাকার নবাবগঞ্জ বালেঙ্গা এলাকার মোহাম্মদ রানা মিয়া, ইবাদুল হক, মোহাম্মদ রাজু হোসেন, নবাবগঞ্জ রাজাপুরের মোঃ রাশেদ এবং ঢাকা দোহারের ইখলাছ মৃধা। গতকাল বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বিরের নেতৃত্বে দেশে পরিবারের কাছে লাশ পাঠানোর জন্য দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গতকাল তাদের জানাজায় অংশগ্রহণ করেন ২০০ শতাধিক প্রবাসী। জানাজা শেষে প্রবাসীতে লাশ আবুধাবি থেকে দূরে দুবাইয়ে কার্গো বাংলাদেশ বিমানযোগে বিজি ২৪৮ ফ্লাইট করে গতরাতে তাদের একই সাথে পাঁচজনের মৃতদেহগুলো পাঠানো হয়। জানাযায় আসা তাদের আত্মীয়-স্বজনেরা বলেন তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করত। তাদের পরিবারের অবস্থা খুবই শোচনীয়। তাদের মধ্যে কেউ পাঁচ বছর, তিন বছর আবার কেউ এক বছর পূর্বে এই প্রবাসে পাড়ি জমান। তাদের মধ্যে একজনের সাত মাসের অন্তঃসত্তা সন্তানও রয়েছেন। প্রবাসীদের এই ধরনের মৃত্যু কখনো আশা করেনি কেউ। বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর হাজরা সাব্বির বলেন আমরা চেষ্টা করেছি তাদের লাশগুলো পরিবারের কাছে পৌঁছানোর জন্য সাথে সাথে এই লাশগুলো পাঠানোর পিছনে বাংলাদেশ বিমান কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

Don`t copy text!