ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ভূঞাপুরে প্রেমিকাকে না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

প্রতিবেদক
majedur
আগস্ট ১, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

 

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেম ঘটিত বিষয় নিয়ে মঞ্জুর কাদের (১৮) নামে এক কলেজছাত্র গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রাউৎবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর কাদের রাউৎবাড়ী পূর্ব পাড়া মো: দুলাল মণ্ডলের ছেলে ও ইবরাহীম খাঁ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, মঞ্জুর কাদেরের সাথে দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তারই সহপাঠী এক মেয়ের সাথে। মেয়েটির অন্য জায়গায় বিয়ের আলোচনা হওয়ায় ছেলেকে বিয়ের জন্য চাপ দেয়।

ছেলেটি তার সম্পর্কের কথা বাবা মাকে বলতে সাহস না পাওয়ায় তার বোনকে সব খুলে বলে। মঞ্জুর কাদেরের বোন তার ভাইয়ের একটা চাকরি না হওয়া পর্যন্ত ওই মেয়েটাকে ফোনের মাধ্যমে ধৈর্য্য ধরতে বলেন। কিন্তু ওই মেয়েটি বার বার তাকে বিয়ে করার চাপ দিতে থাকে। সে এসব চাপ সহ্য করতে না পেরে এবং মেয়েটাকে বিয়ে করতে না পেরে বৃহস্পতিবার সকালে ঘরের ধর্নার সাথে গলায় ওড়না ও গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। লাশের সুরতহাল করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Don`t copy text!