বুধবার সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে ৬৯০ ভোট পেয়ে নাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তাইজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিজান ছাতা প্রতীকে ৩৬৪ ভোট পেয়েছেন। অপরদিকে মই প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে রাখী হোটেলের কর্নধার জীবন কৃষ্ণ সরকার বাপ্পী ৬৭২ পেয়ে নির্বাচিত হলেও রাফিউল চৌধুরী রাব্বি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৪৬। তাইজুল-বাপ্পি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করাই দোকানদার ভোটারেরা ফুলের মালা তাদের গলায় পরিয়ে দেয় এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর পাঁচবিবি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিজয় আনন্দ প্রকাশ করেন। পাঁচবিবি বণিক সমিতির নির্বাচনে দ্বায়িত্ব পালন করা নির্বাচন কর্মকর্তা বিপ্লব চৌধুরী বলেন, নতুন এ কমিটি আগামী ২’বছর দ্বায়িত্ব পালন করবেন। ১২৯৫ জন দোকানদার পাঁচবিবি বণিক সমিতির সদস্য বলেও জানান তিনি।