এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
বৃহস্পতিবার ১লা আগস্ট সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (tওসি) সুব্রতকুমার সরকার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও অত্র উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের প্রধান শিক্ষক-শিক্ষিকা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।