ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে বনিক সমিতির নির্বাচনে, সভাপতি তাইজুল, সম্পাদক বাপ্পী

প্রতিবেদক
admin
আগস্ট ১, ২০২৪ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত পাঁচবিবি বণিক সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে

 

বুধবার সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদে ৬৯০ ভোট পেয়ে নাহিদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ তাইজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিজান ছাতা প্রতীকে ৩৬৪ ভোট পেয়েছেন। অপরদিকে মই প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে রাখী হোটেলের কর্নধার জীবন কৃষ্ণ সরকার বাপ্পী ৬৭২ পেয়ে নির্বাচিত হলেও রাফিউল চৌধুরী রাব্বি আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৪৬। তাইজুল-বাপ্পি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করাই দোকানদার ভোটারেরা ফুলের মালা তাদের গলায় পরিয়ে দেয় এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন। এরপর পাঁচবিবি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন বিজয় আনন্দ প্রকাশ করেন। পাঁচবিবি বণিক সমিতির নির্বাচনে দ্বায়িত্ব পালন করা নির্বাচন কর্মকর্তা বিপ্লব চৌধুরী বলেন, নতুন এ কমিটি আগামী ২’বছর দ্বায়িত্ব পালন করবেন। ১২৯৫ জন দোকানদার পাঁচবিবি বণিক সমিতির সদস্য বলেও জানান তিনি।

Don`t copy text!