শামীম আহম্মেদ জয়, মতলব প্রতিনিধি :
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা প্রামাণ্যচিত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার সভাপতিত্বে ও উপজেলা সহকারী মৎস কর্মকর্তা রাশেদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মানিক বলেন, মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ফলে আমরা মাছ রপ্তানি করছি। এখন আমাদের লক্ষ্য রপ্তানি আয় বাড়ানো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মাছ হবে আমাদের দ্বিতীয় প্রধান অর্থনৈতিক মুদ্রা অর্জনের খাত। সে লক্ষ্যে কাজ করছে সরকার। সকল নদী, নালা, খাল ও বিল মাছ চাষের আওতায় আনতে হবে। পুরাতন ও পরিত্যক্ত পঁচা ডোবা, পুকুর সংস্কারের উদ্যোগ নেয়া হবে যাতে মাছের উৎপাদন আমরা কাঙ্খিত পর্যায়ে নিয়ে যেতে পারি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্ল্যাহ সরকার, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি, মোহনপুর ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। আরো বক্তব্য রাখেন, মৎস্য প্রতিনিধি কামরুল হাসান।