ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সহিংসতার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের শান্তি মিছিল ‌

প্রতিবেদক
admin
জুলাই ৩১, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃমাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর।

সারা বাংলাদেশে বিএনপি জামাত শিবির ‌ জঙ্গিগোষ্ঠীর সহিংসতা ‌ও নাশকতার প্রতিবাদে ‌
ফরিদপুর জেলা আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিতহয়েছে।

আজ বুধবার বিকেলে শহরের আলিপুরের আওয়ামী লীগ অফিস হতে ‌ একটি শান্তি মিছিল শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে ‌ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‌শাহ্ মোঃ ইশতিয়াক আরিফের সঞ্চলনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান,পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরী সহ প্রমূখ।

বক্তরা এ সময় দেশের চলমান পরিচিতি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরে বলেন,
কোটা আন্দোলনের নামে জামাত-শিবির বিএনপি চক্র ‌ গত কয়েকদিন যাবত ‌ দেশে নারকীয় তান্ডব করেছে। তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমকে ব্যাহত করেছে।কোটা আন্দোলনকারীদের ‌ দাবি সরকার ইতিমধ্যে মেনে নিয়েছে ‌ এখন আর আন্দোলনের প্রয়োজন নেই। অন্যদিকে ‌ এখন ‌ বিএনপি জামাতের ছাত্র সংগঠনগুলো ‌ মাঠে রয়েছেন ‌ তারা সরকার পতনের ‌‌ রাজপথ অবস্থান করছেন এবং দেশকে ধ্বংস করার পায়তারা লিপ্ত রয়েছেন।
বক্তারা বলেন দেশের সার্থে জনগণের জানমাল রক্ষায় এবং বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে সবাইকে ঐক্যবদ্ধ থাককে হবে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হবে।

এদিকে আগস্ট মাস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে কালো ব্যাচ ধারণ করা হবে বলে সভায় জানানো হয়।বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য এবং সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।এদিকে এই শান্তির মিছিলে যোগদানের জন্য বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল অনুষ্ঠান স্থলে উপস্থিত হয়।

Don`t copy text!