ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাটে জাতীয় মৎস্য দিবস পালিত ৩ জনকে ক্রেস্ট প্রদান

প্রতিবেদক
majedur
জুলাই ৩১, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

রাজারহাটে বুধবার ৩১শে জুলাই সকাল ১১:০০ঘটিকায় জাতীয় মৎস্য দিবস পালিত হয়।মৎস্য দিবস উপলক্ষে রাজারহাট উপজেলা পরিষদ চত্ত্বর হতে মৎস্যর‍্যালী বের হয়ে মৎস্য অফিসের সামনে গিয়ে শেষ হয়।মৎস্য দিবসের আলোচনায় মাছে ভরবো মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ/২০২৪ এর সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা,রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী,ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, উপজেলা স্বাস্হ্য ও প.প.কর্মকর্তা ডা.মো.মিজানুর রহমান, ছিনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৎস্যচাষী সাদেকুল হক প্রমুখ।আলোচনা শেষে ৩জন মৎস্যচাষীকে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বারক প্রদান করা হয়।সম্মাননা স্বারক প্রাপ্তরা হলেন সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান বিল্পব,সাংবাদিক তৌহিদুর রহমান বেপারী ও মৎস্যচাষী মুকুল চন্দ্র।সন্মাননা স্বারক মৎস্যচাষীদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ন সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Don`t copy text!