মঙ্গলবার ৩০ শে জুলাই সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ই উপলক্ষে সম্মেলন ও মতবিনিময় সভা উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ শিবলী সাদিক এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার নগরপিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্ব আককাস আলী, সহকারী কমিশনার (ভূমি) মীজ নাজিয়া নওরীন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, বিরামপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, সমবায় কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আতাউর রহমান সহ অত্র উপজেলা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় শিবলী সাদিক এমপি উপজেলা ক্যাম্পাস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং উপজেলা ক্যাম্পাস চত্বরে নতুন একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করনের মধ্য দিয়ে পুকুরটির শুভ উদ্বোধন করেন।
পরবর্তীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বিনামূল্যে অসহায় দুঃস্থ মানুষের মাঝে শিবলী সাদিক এমপি গরু বিতরণ করেন।