বাংলাদেশে সরকারি চাকরির সকল গ্রেডেই ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত সোমবার রাতে প্রজ্ঞাপনটির অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপনটি জারি করা হতে পারে।
এর আগে, রোববার কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় বাতিল করেছিল আপিল বিভাগ।
একইসঙ্গে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধা এবং সাত শতাংশ কোটায় নিয়োগের আদেশ দেয়া হয়।
অনতিবিলম্বে এ বিষয়ে প্রজ্ঞাপন জারিরও নির্দেশ দেয় আদালত।
আপিল বিভাগের ওই রায়ের পরিপ্রেক্ষিতেই প্রজ্ঞাপন জারি করার প্রস্তুতি নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য যে, ২০১৮ সালের আগে সরকারি চাকরিতে প্রায় ৫৬ শতাংশই বিভিন্ন কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করা হয়।
সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সংক্ষুব্ধরা আদালতে রিট করলে গত পাঁচই জুন কোটা পুনর্বহাল করে রায় ঘোষণা করে হাইকোর্ট।
এরপর কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা পুনরায় আন্দোলন শুরু করে। সে আন্দোলন রক্তক্ষয়ী সংঘর্ষে গড়ায় এক পর্যায়ে এবং সোমবার পর্যন্ত সারাদেশে। বর্তমানে তা সংস্কার করা হয়েছে আজ তা প্রজ্ঞাপন জারি করবে সরকার।