বাংলাদেশে সরকার বলছে, সারাদেশে আজ রাতেই ব্রডব্যান্ড লাইন স্বাভাবিক হতে পারে বলে জানান।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, দেশব্যাপী ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে।
গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে ঢাকাসহ সারাদেশের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা এখনও চালু হয়নি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকার দাবি করেছে।
যদিও ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল, সেটিও গত পাঁচদিনে চালু হয়নি।