ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসবে সরকার

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাড্ডা-রামপুরায় পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১

রাজধানীর বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতে একজন নিহত হয়েছেন। নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। এ সময় শতাধিক মানুষ আহত হয়েছেন।

আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনমন্ত্রী দুপুর ২টার দিকে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন তখন এ আলোচনা হবে।’ তিনি জানান, তাকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।’

মিরপুরে পুলিশ বক্সে আগুন : রাজধানীর মিরপুর ১০ নম্বরে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়েছে। দুপুর দুইটার কিছু পরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি জানিয়েছেন।

মহাখালীতে রেললাইন অবরোধ: রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এর ফলে সারাদেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়

Don`t copy text!