রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

অধিকার ডেক্স / ১৪৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

রোববার (১৪ জুলাই) বিকাল ৪ টায় বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন।

প্রধান অতিথি বলেন, এ বৃহত্তম ফুটবল টূর্নামেন্ট হতেই একদিন দেশের জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে এমন ফুটবলার তৈরী হবে, আশা করি। স্থায়ীভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্য যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করা। আর এ ধরনের সুস্থ বিনোদন চর্চা অব্যাহত রাখা সম্ভব হলে আমাদের যুব সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ প্রবণতা থেকে দূরে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন। যার ফলে ক্রিকেট-ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। যে ক্রিকেট খেলায় বাংলাদেশের নাম ছিল না সেই দেশ এখন ক্রিকেট পরাশক্তিদের অনায়াসে পরাজিত করছে।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্টসমূহ গ্রাম-গঞ্জের সর্বত্রই একটা ব্যাপক সাড়া সৃষ্টি করেছে। খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপদগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে।

উপজেলা চেয়ারম্যান আরো বলেন, শিক্ষার মান বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধিকল্পে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধিসহ খেলোয়াড়সুলভ মনোভাব গড়ে তোলার উদ্দেশ্যে ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনে ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়। এরই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়।

চাঁদপুর সদর সহকারি কমিশনার (ভূমি) আল এমরান খানের সভাপতিত্ব ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাদের স্মরণ করে আজকে টুর্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেকা সুলতানা মুন্না, উপজেলা শিক্ষা অফিসার ভবরঞ্জন দাস।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মানসুর আহমেদ, মোঃ ইলিয়াছ, ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, বাগাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, হাঁপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায়, ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন পাটোয়ারী, উপজেলা টুর্নামেন্ট কমিটির সদস্য জাকির হোসেন, কাজী ইমরান, সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মাল, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী সাহাবুদ্দিন।
উদ্বোধনী দিনের খেলায় বালক গ্রুপে
মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা গ্রুপে শাহাতলী জোবাইদা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শাহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।

ছবির ক্যাপশন: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন।

ছবির ক্যাপশন: বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট হুমায়ুন কবির সুমন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!