ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযান,৩টি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
majedur
জুলাই ১০, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

 

আবদুল মামুন,সীতাকুণ্ড-

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। বুধবার ( ১০ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার পন্থিছিলা, বারৈয়াঢালা ও সীতাকুণ্ড বাজার এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিস্ফোরক লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন-২০২৩, এর (৪) ধারা লঙ্ঘনে ১৭ ধারায় ৩টি গ্যাস সিলিন্ডারের দোকান যথাক্রমে-মহিম স্টোরকে ৩০ হাজার, মদিনা স্টোরকে ২০ হাজার এবং জামাল ট্রেডার্সকে ২০ হাজারসহ সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডারের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করি। বিস্ফোরক লাইসেন্স এবং ফায়ার লাইসেন্স না থাকায় ৩টি গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টোশন কর্মকর্তা নূরুল আলম দুলাল। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

Don`t copy text!