ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে হত্যা মামলার আসামীদের গ্রেফতার সহ ফাসিঁর দাবীতে মানববন্ধন

প্রতিবেদক
majedur
জুলাই ১০, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের নিরীহ কৃষক আঃ হেলিম (৬৫) হত্যাকান্ডের আসামীদের অনতিবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক ফাসিঁর দাবী জানিয়ে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে নিহতের পরিবার। একই সাথে মামলার বাদীপক্ষকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া সহ হত্যা মামলার ২নং আসামী হাদিস মিয়া ও ৩নং আসামী আলম মিয়াকে মামলার চার্জশীট থেকে নাম বাদ দেওয়ার পায়তারার অভিযোগ তুলে ধরেন। বুধবার (১০ই জুলাই) উক্ত হত্যা মামলার বাদী, পরিবার ও এলাকাবাসীর আয়োজনে নান্দাইল প্রেসকাব চত্বরে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে মামলার বাদী আবু বক্কর সিদ্দিক শাহিনের লিখিত বক্তব্য পাঠ করেন। উক্ত হত্যা মামলার সুবিচারের জন্য ময়মনসিংহ পুলিশ সুপার সহ যথাযথ উর্ধ্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন বাদীর পরিবার ও এলাকাবাসী। আসামী ও আসামীর লোকজনের ভয়ে মামলার বাদী ও বাদীর পরিবার বর্তমান বাড়ি ছাড়া। উল্লেখ্য গত ০৮ ডিসেম্বর/২৩ইং সকালে পুর্ব শত্রুতার জেরে হত্যা মামলার ১নং আসামী বুলবুল মিয়া (৩৫), হাদিস মিয়া (৪৭) ও আলম মিয়া (২২) সহ অজ্ঞানামা আরও ২/৩জন আসামী পূর্বপরিকল্পিতভাবে নীরিহ কৃষক আঃ হেলিম’কে ঝাউগড়া গ্রামে নরসুন্দা নদীর কিনারায় ধানের বীজতলায় একা পেয়ে নির্মমভাবে হত্যা করে।

Don`t copy text!