ঢাকামঙ্গলবার , ৯ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযান

প্রতিবেদক
majedur
জুলাই ৯, ২০২৪ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

আবদুল মামুন,সীতাকুণ্ড-

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। মঙ্গলবার ( ৯ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় সীতাকুণ্ড পৌরসদরস্থ বাজারে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। হার্ডওয়্যারের ড্রিলিং লাইসেন্স না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর (৩) ধারায় ৭টি হার্ডওয়্যারের দোকান যথাক্রমে- ফজলে ট্রেডিংকে ১০ হাজার, শিবলী হার্ডওয়্যারকে ১০ হাজার, সীতাকুণ্ড হার্ডওয়্যার কে ১০ হাজার, আলী ইলেক্ট্রনিককে ১০ হাজার, নাজমা ইলেক্ট্রনিক কে ১০ হাজার, রুমা হার্ডওয়্যারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৩৮,৪৪,৪৫,৫১) ধারায় ৪টি মুদি দোকান যথাক্রমে-জাহাঙ্গীর এন্টারপ্রাইজকে ১০ হাজার, প্রীতি এন্টারপ্রাইজকে ১০ হাজার, জাফর স্টোকে ১০ হাজার, মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রকাশ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রদর্শন করার অপরাধে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার/নিয়ন্ত্রণ আইন-২০০৫ এর (৫) ধারায় ২টি ডিপার্টমেন্টাল স্টোর যথাক্রমে-প্রীতি এন্টারপ্রাইজকে ৫ হাজার এবং জাফর স্টোরকে ৫ হাজার টাকাসহ ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১১টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!