সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে রবিবার থেকে।
সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথীতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা।বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ৭ই জুলাই রোজ শনিবার দুপুর ৩টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা সহ থানা এবং উপজেলার নেতৃবৃন্দরা র্যালির অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম মহানগর কমিটির অনুমোদিত জগন্নাথ দেবের রথযাত্রা উপকমিটির আহ্বায়ক এডভোকেট উত্তম কুমার রায় ও সদস্য সচিব পলাশ সেনের পরিচালনায় মহাশোভাযাত্রার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি নিপেশ রন্জন হোড়।
এতে উপস্থিত ছিলেন কৃষ্ণ পদ আচার্য্য, দয়াল সামন্ত, পলাশ কান্তি নাথ, বিমল নাথ, সুজিত কুমার দাশ, এসকে নাথ শ্যামল, পিংকু ভট্টাচার্য্য, লায়ন সুভাষ, উত্তম চক্রবর্তী, উত্তম বিশ্বাংগিরি, রুপম রুদ্র, শিমুল মন্ডল, উজ্বল পাল চৌধুরী, বাবলু আচার্য্য, তরুন কান্তি দাশ, লিটন সুশীল, নিহার রন্জন, টিটু নাথ, সন্জয় আচার্য্য, এডভোকেট সুসেন কান্তি দাশ, ডাঃ সানি দেব নাথ, প্রকৌশলী শংকর নন্দী, প্রনব মোহরের, নন্দীতা ঘোষ ডেইজী, সহ একহাজার নেত্ববৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
মহাশোভাযাত্রা র্যালির প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে লালাদিঘীতে এসে সমাপ্ত হয়।
এই সময় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিন দিনের ছুটি, রথযাত্রা এক দিনের ছুটি সহ মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এদেশের নির্যাতিত নিপীড়িত অধিকার বঞ্চিত বৈসম্যের শিকার ধর্মীয় সংখ্যালঘুদের প্রানের দাবী সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু সুরক্ষা আইন পাশ করার জোর দাবী জানান।
আজ এই রথ যাত্রার দিন স্কুল কলেজে পরীক্ষা থাকাতে শিক্ষার্থীরা অশংগ্রহন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
বর্ণাঢ্য এই শোভাযাত্রা র্যালির নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে আট দিনব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। ১৫ ই জুলাই সোমবার বিকেল ৩টায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব।