মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া চাল পেল জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়নের প্রায় সাড়ে ছয় শতাধিক এতিম ও দুস্থরা।
গতকাল ৮ই জুলাই সোমবার দুপুরে উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, ৭নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি জিহাদ মন্ডল।
এছাড়া প্যানেল চেয়ারম্যান মোনোয়ারা বেগম, সোহানুর রহমান ও ইউপি সচিব মোঃ আব্দুল্লাহ আল তারিকসহ অন্যান্যরা। এসময় অত্র ইউনিয়নের ১৫টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার ছাত্র ও আশ্রয়ণ প্রকল্পের অসহায়দের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
এদিকে ওইদিন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ের প্রায় ৫ শতাধিক উপকার ভোগীদের মাঝে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা। সেখানে ইউপি চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী পিন্টুসহ পরিষদের অন্য ইউপি সদস্যরা ছিলেন।