ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে দুই গৃহবধূর মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক
majedur
জুলাই ৬, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সানজিদা আক্তার নিপা (১৯) এবং কানিজ ফাতেমা (২৪) নামে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে কানিজ ফাতেমা পারিবারিক কহলের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। অপরদিকে সানজিদা আক্তারের মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ পূর্ববাকখালী গ্রামে সানজিদা আক্তার নিপা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোঃ সাহাবউদ্দিন বলেন, স্থানীয়রা সংবাদ দিলে ঘটনাস্থলে এসে দেখি নিহত সানজিদা আক্তার নিপার লাশের পাশে একটি ওড়না ও বৈটা (বসার সিট) পড়ে থাকতে দেখা যায়। কিন্তু আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি। তাই আমি বিষয়টি থানায় জানানোর পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ নিয়ে যায়।

অপর দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহমুদাবাদ গ্রামের প্রবাসী বেলাল হোসেনের স্ত্রী কানিজ ফাতেমাকে সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান বাড়ীর লোকজন। পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, আত্মহত্যার খবর পেয়ে পৃথক দুটি পুলিশের টিম ঘটনাস্থলে যায়। নিহত গৃহবধূর স্বামী প্রবাসী, কিন্তু কি কারণে গলায় ফাঁস দিলেন তা আমরা জানতে পারিনি। আর সৈয়দপুর ইউনিয়নের সানজিদা আক্তার নিপার মৃত্যুর ঘটনা অস্বাভাবিক মনে হওয়াতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Don`t copy text!