চাঁদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উৎসবের কার্যক্রম শুরু হয়। সন্ধ্যার পরে উৎসবের উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর পরিচালনায় উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, অ্যাডঃ আহসান হাবীব, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন, অ্যাডঃ লক্ষ্মী রাণী দত্ত, অ্যাডঃ কোহিনুর রশিদ, অ্যাডঃ রুমানা আফরোজ খান, অ্যাডঃ বাবর বেপারী, অ্যাডঃ মনির হোসেন, ফল উৎসব রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ এএসএম মাইনুল ইসলাম, সদস্য সচিব অ্যাডঃ ওমর ফারুক টিটু, অ্যাডঃ সাইফুল ইসলাম পাটওয়ারীসহ কার্যকরী কমিটির সদস্য ও অন্যান্য আইনজীবীসহ আইনজীবীদের পরিবার ও তাদের সন্তানরা।
উৎসব অনুষ্ঠানে কুইজ ও অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করেন আপ্যায়ন সম্পাদক অ্যাডঃ বিশ্বজিৎ করে রানা। এই ফল উৎসবে পেয়ারা, আনারস, করমচা, লটকন, ডেউয়া, জাম, কাউ, কাঁঠাল, আম ও নুনিয়াসহ মৌসুমী ফলের আয়োজন করা হয়।