ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে রংপুরের বিভাগীয় কমিশনার জাকির হোসেন

প্রতিবেদক
majedur
জুলাই ৫, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ঝুমকার চরে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। তিনি বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ শেষে উলিপুরের হাতিয়া ও কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় করেন।

এসময় বিভাগীয় কমিশনার বলেন, সম্মিলিতভাবে সরকারের সকল বিভাগ বন্যাকবলিত মানুষের পাশে সুদৃঢ় সহায়তার হাত প্রসারিত করতে বদ্ধপরিকর। পর্যন্ত খাদ্য আছে। সরকারের নির্দেশনা কেউ যেন খাদ্য কষ্টে না থাকে। এছাড়া বন্যাদুর্গত এলাকার প্রসূতি মা এবং শিশু সন্তানদের নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য স্হানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজা, সদর উপজেলা নির্বাহী মো: মুসফিকুল আলম হালিম, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুর রহমান।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শুক্রবার কুড়িগ্রাম জেলার ৭ উপজেলায় ২ হাজার ৮৫০ জন মানুষকে ১০ কেজি করে চাল, শুকনা খাবার, ডাল,তেলসহ প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেয়া হয়। জেলার ৮টি উপজেলা বন্যাকবলিত ইতোমধ্যে ২৮১ মে. টন চাল ও ২১ লাখ ৮৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
মজুদ আছে ৩৯৫ মেট্রিক টন চাল ও নগদ ৮লাখ ৫০ হাজার টাকা এবং ৫০০ প্যাকেট শুকনা খাবার

Don`t copy text!