ঢাকাবুধবার , ৩ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

খুলনার হিন্দু ধর্মীয় আর্য্যহরি সভা বাজুয়ার আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব রবিবার

প্রতিবেদক
majedur
জুলাই ৩, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দাকোপের ঐতিহ্যবাহী খুটাখালী বাজুয়া
আর্য্যহরিসভায় আগামী বাংলা ২২ আষাড় ১৪৩১
ও ইং ৭ জুলাই ২০২৪ রবিবার সনাতন ধর্মালম্বীদের
অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব রবিবার থেকে শুরু হবে।প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এ উৎসব। এর ৯ দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা। এবারের রথযাত্রা উপলক্ষে বিশ্বশান্তি কামনায় থাকছে নানা আয়োজন।
এলক্ষে রবিবার সকাল ১০ টারদিকে আর্য্যহরিসভা মন্দির এর
পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বাজুয়া-
খুটাখালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে হরিনটানা সুরেন্দ্রনাথ রায়ের কালীবাড়িতে অবস্হিত মাসির বাড়ী অবস্হান করবেন।
গুন্ডিচা মাতা মন্দিরে ভগবান জগন্নাথের বার্ষিক দর্শন হল জগন্নাথ রথযাত্রা। একবার শ্রী কৃষ্ণের বোন সুভদ্রা শহর দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন জগন্নাথ রথে চড়ে শহর ভ্রমণে নিয়ে যান সুভদ্রাকে। ভগবান বিষ্ণুর এক রূপ হল ভগবান জগন্নাথ। বৈষ্ণব ধর্মের অনুসারীরাও পুজো করেন ভগবান জগন্নাথের। এই জগন্নাথের আক্ষরিক অর্থ হল “মহাবিশ্বের প্রভু”। জগন্নাথ মন্দির পবিত্র ও গুরুত্বপূর্ণ তীর্থস্থান।
উক্ত মহতি অনুষ্ঠানে সকল আর্য্য ভক্তের সবান্ধব উপস্থিতি কামনা করছি।

Don`t copy text!