ঢাকামঙ্গলবার , ২ জুলাই ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে অনুমোদন ব্যতীত নিম্ন মানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন, বাজারজাতকরণের দায়ে এক মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
majedur
জুলাই ২, ২০২৪ ৩:০১ পূর্বাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদন ব্যতীত নিম্ন মানের বৈদ্যুতিক সরঞ্জাম (পিভিসি পাইপ) উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। সোমবার (১ জুলাই) বিকেল ৫টার সময় চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরাস্থ মছজিদ্দা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন। বিএসটিআইয়ের অনুমোদন ও ফায়ার লাইসেন্স না নিয়ে অনুমোদন ব্যতীত নিম্ন মানের বৈদ্যুতিক সরঞ্জাম (পিভিসি পাইপ) উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১টি মামলায় দি ওয়েব অব চিটাগং নামক প্রতিষ্ঠানের মালিক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মছজিদ্দা এলাকার মৃত আমিনুর রহমানের পুত্র মোঃ জাকারিয়াকে অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটকে জাল বিএসটিআই ও ফায়ার লাইসেন্স প্রদর্শন করলে প্রতিষ্ঠানের মালিক থেকে মুচলেকা নেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ছোট কুমিরাস্থ মছজিদ্দা এলাকায় দি ওয়েব চিটাগং নামক প্রতিষ্ঠানে অনুমোদন ব্যতীত নিম্ন মানের বৈদ্যুতিক সরঞ্জাম (পিভিসি পাইপ) উৎপাদন এবং বাজারজাতকরণের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন এবং বাজারজাতকরণের জন্য বিএসটিআইয়ের অনুমোদন ও ফায়ার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানের মালিক কে অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদানসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত কারখানার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনাপূর্বক কারখানা তালাবদ্ধ করে বিএসটিআই প্রতিনিধির জীম্মায় চাবি প্রদান করি। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন, বিএসটিআইয়ের প্রতিনিধি এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

Don`t copy text!