বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জনের পর সারা বাংলাদেশে ৩য় স্থান স্বর্ন পদক অর্জন করলো শ্রীনগরের রিচি
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪এ সারা বাংলাদেশ এ তৃতীয় স্থান অধিকার করে স্বর্ন পদক অর্জন করেছে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়ন এর মেয়ে রিচি।
২৭ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ বেলা ১২টায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগের সচিব সোলেমান খান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী( মহিবুল হাসান চৌধুরী)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম শামসুন নাহার,এমপি(প্রতিমন্ত্রী) শিক্ষা মন্ত্রণালয়,ড.ফরিদ আহমদ(সচিব)কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ,অধ্যাপক নেহাল আহমেদ মহাপরিচালক(গ্রেড১)মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
রিচি শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের হোগলাগাও গ্রামের মো: খবির হোসেনের ছোট মেয়ে।
সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শ্রীনগর সরকারি কলেজে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর এর সহকারী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন।
ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে তার ছিলো ব্যাপক আগ্রহ ও অর্জন। স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জেলা, বিভাগীয় পর্যায়ের অনেক অর্জন রয়েছে তার ঝুলিতে। বিগত কয়েক বছর যাবৎ মুন্সীগঞ্জ জেলার আবৃত্তি, বিতর্ক ও বক্তৃতায় শ্রেষ্ঠ হয়ে আসছে মেধাবী ছাত্রী ফারজানা রিচি।