ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ৫ পরিবহনকে জরিমানা ও ৯টি হাইড্রোলিক হর্ন জব্দ

প্রতিবেদক
admin
জুন ২৭, ২০২৪ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মানব দেহ ও পরিবেশের জন্য ক্ষতিকর মানমাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্নকারী নিষিদ্ধ হাইড্রলিক হর্ণ ব্যবহার করায় কুড়িগ্রামে পাঁচ পরিবহনের বিরুদ্ধে জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং নয়টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী বাজার সংলগ্ন কুড়িগ্রাম – রংপুর মহাসড়কে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারের বিরুদ্ধে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮ (১) ধারা ভঙ্গের অপরাধে ৩ টি বাস ও ২ টি ট্রাকের ড্রাইভারকে পৃথকভাবে মোট ২ হাজার ৫ শত টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং একইসাথে মোট ৯ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে জেলা পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!