ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জীবনকালের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
majedur
জুন ২৪, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকালের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

“ জাতির পিতা আয়ু পেয়েছিলেন-বিশ হাজার দুইশত চল্লিশ দিন,
এ সংখ্যার সাতগুণ বৃক্ষের ফুলে-ফলে মুন্সীগঞ্জ হবে রঙিন ”

৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে শুরু করে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পর্যন্ত জাতির পিতার আয়ুষ্কালের সংখ্যার সমান (২০২৪০ টি করে) বৃক্ষের চারা রোপণ ও বিতরণের লক্ষ্য নিয়েছে,মুন্সীগঞ্জ জেলা প্রশাসনও ৬টি উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসনও ৬টি উপজেলা প্রশাসন মোট ১,৪১,৬৮০ টি বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করাহচ্ছে।

২৩জুন উপজেলা প্রশাসন শ্রীনগর, মুন্সীগঞ্জের আয়োজনটি ছিলো একটু ব্যতিক্রম।  ছনবাড়ী নামক স্থানে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো: আবুজাফর রিপন, বিপিএএ।সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি নাগরিক মিস মাকি সানো।এ অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এর এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

এ সময় তিনি বলেন- বঙ্গবন্ধু ছিলেন সিংহহৃদয়ের অধিকারী, ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের সময় হতে বাংলাদেশকে ‘জাপানের-পরম বন্ধু’ হিসেবে অভিহিত করা হয়। সেই সফরে জাপানের জনগণ বাংলাদেশের স্বাধীনতার অপরিহার্যতাকে প্রবলভাবে সমর্থন করেন। বঙ্গবন্ধুর ওই সফরের পর অনেক জাপানিই বাংলাদেশকে চিনতে শুরু করে।

Don`t copy text!