ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
majedur
জুন ২৪, ২০২৪ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক)-২০২৪ সীতাকুণ্ড উপজেলা পর্যায়ের খেলা কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ২৪ জুন) বিকাল ৩টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় টুর্ণামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করে। উক্ত খেলার উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি কে এম রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সোলেমান, ভিপি জহুরুল আলম, ইউপি সদস্য মোঃ সেলিম, মোঃ সালাউদ্দিন, আলাউদ্দিন, মোঃ খোরশেদ আলম, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শামসুল আলম, কুমিরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী নেওয়াজ, মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম গোলাম নুরসহ প্রমুখ। উদ্বোধনী খেলায় মাদামবিবিরহাট শাহজাহান উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে সীতাকুণ্ড টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

Don`t copy text!