ঢাকারবিবার , ২৩ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী সংগঠন আঃলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
majedur
জুন ২৩, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭‌৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌর সদরের উত্তর বাজার থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে পৌরসভা কার্যালয় প্রদক্ষিণ করে। এর আগে উপজেলা পরিষদস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতেকা ও দলীয় পতেকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো সহ জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির সূর্য সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, আলোচনা সভা, দোয়া-মোনাজাত, কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এছাড়া দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ও দেশাত্মবোধক গান পরিবেশিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাহারের সভাপতিত্বে, যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুনের যৌথ সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে এস এম আল মামুন বলেন, বাংলাদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরে এসেছে। বঙ্গবন্ধু পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ পরবর্তী এখন স্মার্ট বাংলাদেশ। তিনি আরও বলেন সীতাকুণ্ডে কাঙ্খিত উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় আরও বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহসিন জাহাঙ্গীর, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, জাহাঙ্গীর ভূঁইয়া, দপ্তর সম্পাদক বাবু রতন মিত্র, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ছাদাকাত উল্যাহ মিয়াজী, ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজীজ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আবদুস সামাদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি দুলাল চন্দ্র দে, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাবউদ্দীন আহমেদ, বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইফতেখারুল আলম সবুজ, ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদ চৌধুরী ফারুক, কৃষক লীগের আহ্বায়ক আবুল কাশেম ওয়াহিদী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল মাহমুদসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Don`t copy text!