ফেনীর ছাগলনাইয়া ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আজিজিয়া কাসেমুল উলূম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে মাদ্রাসা জামে মসজিদের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র পরিষদের সভাপতি মুফতী তৈয়ব উল্লাহ নাসিম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুল্লাহ বেলালী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার মহাপরিচালক মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন জামিয়ার সিনিয়র শিক্ষক মাও.নাজাতা উল্লাহ খান, মাও আবুল হাসান, মাও, মোহাম্মদ আলী, মুফতী ফারুক।
এতে আরো বক্তব্য রাখেন ছাত্র পরিষদের সহ সভাপতি মাও.আমিমুল এহসান জসিম, মাও.আব্দুল কাদের মিয়াজী, যুগ্ম সম্পাদক মাও.মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাও.হাবীবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ক্বারী ফয়েজ উল্লাহ, মাও, রহমত উল্লাহ, মুফতী মিজান সিরাজ, মুফতী রহমত উল্লাহ, মুফতী আলতাফুর রহমান, মুফতী আব্দুল হালিম ফাহাদ, মুফতী কামাল উদ্দীন আজিজি প্রমুখ।
উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাও.শাহাব উদ্দীন, মাও.আব্দুল হান্নান আজহারী, মাও.মুজিব সিরাজ, মাও.জিয়াউল হক হানাফী, মাও.নাজমুল হক ইমন, ক্বারী আব্দুল কাদের, মাও. সাইফুর রহমান, মাও.সাজিদ উল্লাহ, হাফেজ সৈয়দ এনায়েত উল্লাহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন ছাত্র পরিষদের সকল দায়িত্বশীলকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। শুকরিয়া আদায় করি ছাত্র পরিষদ গঠন হওয়ায়। আশা করি আজকে যারা নতুন দায়িত্বে আসবেন তারা পরিষদের কার্যক্রমকে আরো গতিশীল করবেন এবং জামিয়ার কল্যাণে জামিয়ার নবীণ প্রবীণ ছাত্রদের কে সম্পৃক্ত করে পরিষদের কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যাবেন।
বিশেষ অতিথি মুফতী ফারুক বলেন, ছাত্র পরিষদের মাধ্যমে স্বল্প সময়ে অনেকগুলো কাজ হয়েছে। বিগত ছয় বছরে অসাধারণ কাজ করেছে ছাত্র পরিষদ।
অন্যন্য বক্তারা ছাত্র পরিষদের কার্যক্রমকে এগিয়ে নিতে নানান পরামর্শ প্রদান করেন এবং আগামীতে ছাত্র পরিষদের যে কোন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের পরামর্শে জামিয়ার সিনিয়র শিক্ষক মুফতী ফারুক ২০২৪-২০২৫ সেশনের জন্য পুনরায় সভাপতি মুফতী তৈয়ব উল্লাহ নাসিম, সম্পাদক সৈয়দ মাও হাবিব উল্লাহ বেলালী, সাংগঠনিক সম্পাদক ক্বারী ফয়েজ উল্লাহ’র নাম ঘোষণা করেন।
পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহবান জানান তিনি। শেষে দেশ, জাতি ও ছাত্র পরিষদের সকল সদস্যদের কল্যাণে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়ার মহাপরিচালক মাও. রুহুল আমিন।