ঢাকাশুক্রবার , ২১ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

টানা ভারী বর্ষণে মৌলভীবাজারের ছয়টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে

প্রতিবেদক
admin
জুন ২১, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ছয়টি উপজেলায় বন্যা দেখা দিয়েছে।
পানিবন্দি রয়েছেন ছয় উপজেলার প্রায় দুই লাখ মানুষ।

মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা কবলিত এলাকার অধিকাংশ গ্রামীণ রাস্তা তলিয়ে গেছে।
আঞ্চলিক সড়কের অনেক স্থানে পানি উঠেছে। বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বুধবার (১৯ জুন) দুপুর ১২ টায় মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট এলাকায় বিপদসীমার ২১ সেন্টিমিটার, কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার, ধলাই নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ও জুড়ী নদীর পানি বিপদসীমার ২০২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসন ঊর্মি বিনতে সালাম জানান, বন্যায় জেলার ছয়টি উপজেলা-মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও শ্রীমঙ্গল উপজেলার ৩৭ ইউনিয়নের ৪৩২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি রয়েছেন প্রায় দুই লাখ মানুষ। এসব এলাকায় ৯৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকিপূর্ণ ৫৭১টি পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে।

Don`t copy text!