চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলবাহী ট্রেনের তিনটি বগি ইনঞ্জিনসহ লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদারহাট রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি সকালে ফৌজদারহাট স্টেশনে আসে। সেখান থেকে ট্রেনটি ঘুরিয়ে লুপ লাইন থেকে মূল লাইনে ওঠানোর সময় ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।দুর্ঘটনার তিন ঘণ্টা পর চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন এসে লাইনচ্যুত হওয়া বগি ও ইঞ্জিন রেখে বাকি বগিগুলো উদ্ধার করে। লাইনচ্যুত হওয়া ট্রেনটিতে ৩৪টি ওয়াগন ছিল। প্রতিটি ওয়াগন ছিল ফার্নেস ওয়েলে ভর্তি। ওই ট্রেনটি হাটহাজারী হয়ে দোহাজারী যাওয়ার কথা ছিল। কিন্তু বন্দর থেকে মূল লাইনে ওঠার পর ঘুরাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। পরে রেলের উদ্ধারকর্মীরা এসে ৩২টি বগি উদ্ধার করে বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন ফৌজদারহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার নিতীশ চাকমা।