ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পদ্মরাগ

প্রতিবেদক
majedur
জুন ১১, ২০২৪ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কে দিল কে দিল রে এমন প্রেম
যার দেহে এত সুর এত গান,
যার সুবাসে ভরিল ভুবন
ভরিয়া উঠিল রে প্রাণ।
গগনে গগনে ডাকিল পাখি
জাগিয়া উঠিল রবি,
যার রূপের আলোয় আলোতে
ভাসিয়া উঠিল-
প্রকৃতির অপরূপ ছবি।
শান্ত হাওয়ায় দোল দিয়ে যায়
সুর ছড়ায় মোর প্রাণে,
কোথায় হারিয়ে যায়
মন-প্রাণ মোর
কোন মায়াবিনীর টানে।
কবি মন মোর উঠিল উথলিয়া
কলম ধরিনু হাতে
মনের মাধুরী মিশায়ে মিশায়ে
কবিতা রচিনু পাতে।
অমর হউক মোর কবিতা রচনা
তব পদ্মরাগ ছুঁয়ে ছুঁয়ে,
ধন্য হউক জীবন আমার
চুমিনু তব মাধুরী শতবার
চঞ্চল অনঙ্গ নুয়ে।।

Don`t copy text!