কে দিল কে দিল রে এমন প্রেম
যার দেহে এত সুর এত গান,
যার সুবাসে ভরিল ভুবন
ভরিয়া উঠিল রে প্রাণ।
গগনে গগনে ডাকিল পাখি
জাগিয়া উঠিল রবি,
যার রূপের আলোয় আলোতে
ভাসিয়া উঠিল-
প্রকৃতির অপরূপ ছবি।
শান্ত হাওয়ায় দোল দিয়ে যায়
সুর ছড়ায় মোর প্রাণে,
কোথায় হারিয়ে যায়
মন-প্রাণ মোর
কোন মায়াবিনীর টানে।
কবি মন মোর উঠিল উথলিয়া
কলম ধরিনু হাতে
মনের মাধুরী মিশায়ে মিশায়ে
কবিতা রচিনু পাতে।
অমর হউক মোর কবিতা রচনা
তব পদ্মরাগ ছুঁয়ে ছুঁয়ে,
ধন্য হউক জীবন আমার
চুমিনু তব মাধুরী শতবার
চঞ্চল অনঙ্গ নুয়ে।।