ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন নান্দাইলের সামিয়া

প্রতিবেদক
majedur
জুন ৯, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক (রুপ্য পদক) অর্জন করলেন নান্দাইলের মোছাঃ সামিয়া আক্তার। ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী দীর্ঘ লাফ প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করে রুপ্য পদক অর্জন করার গৌরব অর্জন করেছেন। জানাগেছে, সামিয়া দীর্ঘলাফ প্রতিযোগীতায় প্রথমে বিদ্যালয় কাস্টার, পরে উপজেলা, জেলা, বিভাগ সর্বশেষ আজ ৯ই জুন জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করেন। জানাযায়, নান্দাইল উপজেলার সিংরইল সরকারী প্রাথমিক বিদ্যালয় এই প্রথম দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। সামিয়া আক্তার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামের মোঃ কাজল মিয়ার তৃতীয় সন্তান। তার পিতা মোঃ কাজল মিয়া একজন কৃষক, মাতা মোছাঃ রেহেনা খাতুন গৃহিনী। পিতা কাজল মিয়া জানান, তার মেয়ের এই সফলতায় মা-বাবা দুজনই ধারুন খুশি। সে আজ রবিবার (৯ই জুন) মোহাম্মদপুর সরকারি শারীরিক শিা কলেজ মাঠে দীর্ঘলাফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের প্রতিমন্ত্রী রুমানা আলম এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে সচিব ফরিদ উদ্দিন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক মোঃ আব্দুস সামাদ সহ প্রমুখ। তার এই সফলতায় তাকে অভিনন্দন জানিয়ে সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, সামিয়া কৃষকের সন্তান হয়েও জাতীয় পর্যায়ে সারাদেশের ২য় স্থান অর্জন করায় নান্দাইল বাসী তথা সিংইল ইউনিয়নের মুখ উজ্জল করেছে। ইউপি সদস্য ৩নং ওয়ার্ড আবুল বাসার বাচ্চু বলেন, মোঃ কৃষক কাজল মিয়ার মেয়ে সামিয়ার এই অর্জনে আমরা গর্বিত। তার প্রতি আমরা সামিয়ার এই অর্জনে তার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক সহ সিংরইল ইউনিয়ন বাসী খুবই আনন্দিত। এবিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলম বলেন, সামিয়া নিয়মিত বিভিন্ন আন্ত: প্রতিযোগিতায় অংশ গ্রহন করে এবং সে বিদ্যালয়ে পড়াশোনায় ভাল। আমি তার উজ্জল ভবিষ্যৎ কামনা করি।

Don`t copy text!