তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে রবিবার ২ই জুন দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তামাক হস্তক্ষেপ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসূল রাখি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা থানা প্রকৌশলী আতাউর রহমান, বিরামপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই পরিদর্শক মাসুদ রানা প্রমুখ। এছাড়াও স্থানীয় সুধীজন রাজনৈতিক নেতৃবৃন্দ অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অত্র উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, তামাক মানব দেহের জন্য একটি ক্ষতিকর উপাদান। এটি শুধু যে সেবন করে তার ক্ষতি করে তা না, সেবনকারীর সামনে যে বা যারা থাকবে তাদেরকেও মৃত্যুর মুখে ঠেলে দেয়। আর বর্তমান সমাজে তামাক ও নেশা জাতীয় দ্রব্য সেবনে কিশোরদের যে প্রবণতা তার থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই তামাক সেবন, তামাক চাষে হস্তক্ষেপ প্রতিহত করতে হবে। তামাক সেবনের সময় মা ও শিশুদের কাজ থেকে দূরে রাখতে হবে বলে জানান তারা।