ঢাকাবুধবার , ২৯ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে কৃষিজমির উপর সড়ক নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
majedur
মে ২৯, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধ ভাবে চাষাবাদের জমি দখল করে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। উপজেলার ৮নং দূর্গাপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড়ের ইউপি সদস্য নুরুল আনোয়ারের বিরুদ্ধে এই অভিযোগ করে এক ভূক্তভোগী। তবে এই অভিযোগ অস্বীকার করে এই জনপ্রতিনিধি।
উত্তর হাজীশ্বরাই খাজা মঈন উদ্দিন নামের এক ব্যক্তির কৃষি জমির উপর নির্মিত হচ্ছে সড়ক। এই সড়ক তৈরি হচ্ছে মাত্র দুইটি পরিবার জন্য। চলাচলের বিকল্প ব্যবস্থা থাকলেও কৃষি জমির উপর সড়ক নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করছে অনেকে।
ভূক্তভোগী কৃষি জমির মালিক খাজা মঈন উদ্দিন বলেন, ‘স্থানীয় মেম্বার আনোয়ারসহ আরো কয়েকজন মিলে আমার চাষাবাদের জমি দখল করে সড়ক নির্মাণ করেছে। বাধা দিলেও তারা কথা শুনেনা। রাতে বালুর বস্তা দিয়ে সড়ক নির্মাণ করে পেলে। এতে আমার অনেক ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।’
স্থানীয় ষাটোর্ধ্ব পেয়ার আহম্মদ জানান, এই পরিবার গুলা অনেক আগে থেকে এই জায়গায় রয়েছে। পূর্বের হাটার জায়গা বন্ধ হয়ে গেছে তাদের। এখন খাজা মাঈন উদ্দিনের ক্রয়কৃত জায়গা দিয়ে চলাচল করে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আনোয়ার জানান, তার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। এই জায়গায় দুইজন বীর মুক্তিযোদ্ধার পরিবার বসবাস করে। অনেক পুরাতন রাস্তা এটি। নতুন করে কোন রাস্তা হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে ৮ নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব বলেন, ‘রাস্তাটি অনেক আগের।মইন উদ্দীন এ জায়গা ক্রয় করছে ঠিক আছে,বিষয়টা সমাধানের জন্য তাকে পরিষদে ডাকাবো।

Don`t copy text!