খুলনার দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদ্য পদত্যাকারী চেয়ারম্যান শেখ যুবরাজের নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। আজ ২৯ মে বুধবার বিকাল ৫টারদিকে লাউডোব ৬ নং ওয়ার্ডে খুটাখালী নতুন বাজার শেখ যুবরাজের বিজয়ের লক্ষে সমর্থক গোষ্ঠী আনারস প্রতিকের অফিস উদ্বোধন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানষ কুমার রায়, আওয়ামী লীগ নেতা অন্জন সরকার, গিদিয়ন সরকার যুবলীগ নেতা তন্ময় রায়,রকী সরকার ,আলম কারিগর,শ্যামল দাস,, লাউডোব ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণী পেষার মানুষ।
জেগে উঠেছেন ভোটের মাঠে নির্বাচণী হাওয়া। উপজেলার সবকয়টি ইউনিয়নের গুরুত্বপুর্ণ এলাকায় চায়ের দোকান, হাট বাজারে চলছে ভোটের জল্পনা-কল্পনা। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থী শেখ যুবরাজ চায়ের দোকানে, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময়, কুশলবিনিময় ও গণসংযোগ তৎপরতা শুরু করেছেন। উপজেলা জুড়ে চষে বেড়াচ্ছেন প্রার্থী শেখ যুবরাজ।