ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ ১৪ মামলার আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
majedur
মে ২৮, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে জয়নাল আবেদীন প্রকাশ মিনু (৩৭) নামে ১৪ মামলার এক আসামীকে ৫০৪টি ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল রবিবার ভোররাতে উপজেলার ৯নং ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর এলাকার নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জয়নাল আবেদীন হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত সৈয়দুর রহমানের পুত্র। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত মিনুর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মিনু মাদকসহ নিজ বসতঘরে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে মিনুর বাড়ীতে অভিযান চালায় পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী তার দেখানো স্থানে তল্লাশী চালিয়ে ৫০৪টি ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Don`t copy text!