ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল ফোন ও মোমবাতির আলোতে মায়ের সিজার, মা ও শিশু এখন সুস্থ

প্রতিবেদক
majedur
মে ২৮, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবাইল ফোন ও মোমবাতির আলোতে প্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের জরুরী প্রসব করানো হয়েছে।

সোমবার (২৭ মে) ঘূর্ণিঝড় রেমালের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থাকায় এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায়, জেনারেটরের জ্বালানি সংকুলান না হওয়ায় মোবাইল ফোন ও মোমবাতির আলোতে জরুরী প্রসব করানো হয়। মাও শিশু এখন সুস্থ আছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রচণ্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রসব বেদনা নিয়ে এক প্রসূতি স্বাস্থ্য কমপ্লেক্সে আসে এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় জেনারেটরের জ্বালানিও সংকুলান না হওয়ায়, মোবাইলের আলো ও মোমবাতির আলোর সাহায্য নিয়েই প্রয়োজনীয় অস্ত্রোপচারের মাধ্যমে মায়ের প্রসব করানো সম্ভব হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার-এর তত্বাবধানে ও আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক এর সার্বিক সহযোগিতায়, অপারেশন টিমের নেতৃত্বে ছিলেন, জুনিয়র কনসালটেন্ট গাইনী এন্ড অবস ডা. ফাহমিদা আক্তার, মেডিকেল অফিসার ডা. সাদিয়া ইসলাম মৌসুমি, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডা. মফিজুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স সতি রানী দেবী, স্বপ্না রাণী বর্মণ ও ওয়ার্ড বয় আসির উদ্দিন, আবু তাহের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, স্বাস্থ্য বিভাগের উপর আস্থা রাখার জন্য সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

Don`t copy text!