ঢাকামঙ্গলবার , ২৮ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ড উপজেলা পরিষদ শপথ নিলেন আরিফুল আলম চৌধুরী রাজু

প্রতিবেদক
majedur
মে ২৮, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচিত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পুরুষ ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি। শপথ গ্রহণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন ৮ মে বুধবার অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আরিফুল আলম চৌধুরী রাজু এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহিনুর আক্তার বিউটি। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু বলেন, ধন্যবাদ জানাই সবাইকে যারা আমার এই অবস্থানে আসতে সার্বিক সহযোগীতা করেছেন। বিশেষ করে চট্টগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন মহোদয়কে, নির্বাচন পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, জেলা-উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ এবং আমার প্রাণের ভোটারদের। আশা করি সবাইকে সাথে নিয়ে এবং সকলের সহযোগীতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলাকে স্মার্ট সীতাকুণ্ড উপজেলায় পরিণত করবো ইনশাআল্লাহ।

Don`t copy text!