ঢাকাবুধবার , ২২ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা

প্রতিবেদক
majedur
মে ২২, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

 

শ্রীনগর উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা,অনুষ্ঠিত হয়েছে।২২ মে বেলা ১১ টায় শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর MIPS প্রকল্পের সহায়তায় পিএফজি, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), শ্রীনগর উপজেলার উদ্যোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পিএফজি’র জৈষ্ঠ্য সদস্য আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য পাঠ করেন পিএফজি’র অ্যাম্বাসেডর মোঃ জাহাঙ্গীর খান। মত বিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া কোঅর্ডিনেটর সৈয়দ নজরুল ইসলাম, সিরাজ‌দিখান উপ‌জেলা পিএফ‌জি অ‌্যাম্বা‌সেডর এমদাদুল হক পলাশ, কো-‌অ‌র্ডি‌নেটর রত্না হাওলাদার, শ্রীনগর পিএফ‌জির পিস অ‌্যাম্বা‌সেডর এসএমএ খা‌লেক, পিস অ‌্যাম্বা‌সেডর দেওয়ান আবুল হা‌শেম, পিস অ‌্যাম্বা‌সেডর ডাঃ মাসুম খান ডালু, কো-অ‌র্ডি‌নেটর জ‌সিম মোল্লা, ‌শ্রীনগর প্রেস ক্লা‌বের সভাপ‌তি মোঃ আরিফ হো‌সেন টিপু,নির্বাহী সদস‌্য আছিয়া আক্তার রুমু, বীর মু‌ক্তি‌যোদ্ধা মোঃ মোশারফ হো‌সেন মৃধা, মোঃ নুরুল আমীন, মোঃ র‌ফিকুল ইসলাম শাহজাহান,
মোঃ রুহুল আমীন হুমায়ুন, সংবাদিক আল আমীন, শেখ আসলাম, মোঃ ফরহাদ হো‌সেন জ‌নি, মোঃ তা‌রিকুল ইসলাম,মোঃ শ‌হিদুল ইসলাম বাবু, সে‌লিনা চৌধুরী, ফ‌রিদা বেগম, রা‌শিদা বেগম প্রমূখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, নারী প্রতিনিধি, যুব প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, জন প্রতিনিধি,পিএফজি’র নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকগণ নিজ নিজ প্রত্যাশা এবং প্রার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চান।
মত বিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান জিঠু (আনারস)ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী এড‌ভো‌কেট মোঃকামরুল হাসান (টিউবও‌য়েল), মোঃমাছুম মোল্লা (মাইক),মোঃমাহবুব আলম ডিও (বই),ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী রেহানা বেগম (হাঁস),মর্জিনা বেগম মুন্নি (ফুটবল), মোসাঃ সামছুন নাহার (প্রজাপতি), ফিরুজা বেগম (কলস) ভোটারদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন।

Don`t copy text!