বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

প্রতিক বরাদ্দের পর বিভিন্ন স্থানে আঃ লীগ নেতাদের মিছিল, বিএনপি থেকে সেই প্রার্থী কে শোকজ

মোঃ জাবেদ আহমেদ জীবন নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি / ১৯৫ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

 

৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা চেয়াম্যান প্রার্থী মো.ফারক আহামদ কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (২০ মে) রাতে দলটির পাওয়া একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এর আগে গত১৫ এপ্রিল বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর চিঠিতে স্বাক্ষর করেন।
নির্বাচনে অংশগ্রহণকারী ১ প্রার্থী হলেন- নবীনগর উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী আনারস মার্কায় চেয়ারম্যান প্রার্থী।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি জাতীয় স্থায়ী কমিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণের পরেও ৪র্থ দফায় অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এহেন মনোবৃত্তি দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর জন্য ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে এর যথাযথ লিখিত জবাব কেন্দ্রীয় বিএনপি’র প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল।

এ বিষয়ে নির্বাচনে অংশগ্রহণ করা চেয়ারম্যান প্রার্থী মো.ফারুক আহামদ বলেন,তিনি এ ধরনের নোটিশ সম্পর্কে অবগত নয়।নোটিশটি ভূয়া বলে দাবী করেছেন।আরও বলেছেন,আমি জনগনের স্বার্থে কাজ করছি আমার ব্যাপক একটি জনসমর্থন রয়েছে তাই জনগনের সার্বিক উন্নয়নের জন্য নির্বাচন করছি।
উল্লেখ্য গত ২০ তারিখে প্রতীক বরাদ্দের খবর পাওয়ার পর বিভিন্ন ইউনিয়নে নবীনগর সদরে আনন্দ মিছিল হয় আর এতে আওয়ামী লীগের অনেক নেতা কর্মি কে প্রথম সারিতে দেখা যায়।
জানা গেছে, আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন।আর এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে।গতকাল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতিক বরাদ্দ দেওয়ার পর প্রচার প্রচারণা শুরু
করছেন প্রার্থীরা।

তবে নাম প্রকাশ না করার শর্তে অনেক ই বলেন ফারুক আহমেদ এর সাথে গোপনে বিএনপি ও প্রকাশ্যে আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নে নেতারা মিছিল মিটিং ভোট চাইতে দেখে সাধারণ মানুষরা বুঝতে পারছেন তিনি কোন দলের তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিস্ট দেখে মনে হচ্ছে তিনি বিএনপির লোক।

এ বিষয় এ বিএনপির একাংশ নেতাদের দাবী দল যেহেতু নির্বাচনে আসবে না ঘোষণা দিয়েছেন তাই নির্বাচনে ভোট চাওয়া তো সম্ভব ই না।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!