ঢাকাসোমবার , ২০ মে ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে

প্রতিবেদক
majedur
মে ২০, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা তার নিজ কার্যালয়ে প্রার্থীদের এই প্রতীক বরাদ্দ দেন।

 

চলমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক পেয়েছেন চেয়ারম্যান পদে আনারস প্রতীক, জাতীয় পার্টী উপজেলা শাখার সভাপতি আব্দুল গফুর দোয়াত কলম, সাংবাদিক আতিকুর রহমান আতিক ঘোড়া, ব্যাবসায়ী হাজ্জাজুল ইসলাম মোটর সাইকেল, ভাইস চেয়ারম্যান পদে আমিরুল মোমেনিন মোমিন (চলমান) তালা চাবি, শফিকুর রায়হান নেতা নলকূপ, সংরক্ষিত মহিলা আসনে সুলতানা নাসরিন কলস এবং রুকশানা বারী রুকু (চলমান) পেয়েছেন ফুটবল। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সহ এ নিয়ে সর্বশেষ নির্বাচনী মাঠে থাকবেন মোট ৮ জন। পার্বতীপুরে চতুর্থ ধাপের এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৫ জুন, বুধবার।

 

উল্লেখ্য একটি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে এই উপজেলায় এবার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫ হাজার ৩৫২ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৫৩ হাজার ৪০১ জন, নারী ভোটার ১ লক্ষ ৫১ হাজার ৯৪৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। মোট কেন্দ্র ১০১টি ও বুথ সংখ্যা ৮৭৯ টি।

Don`t copy text!