তরুণ প্রজন্মের নির্মাতা ও অভিনেতা এম ইউ অ্যান্থনি। ইতোমধ্যে মিউজিক ভিডিও, বিজ্ঞাপন, নাটক, ওয়েব সিরিজে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার কাজ করা উল্লেখযোগ্য মিউজিক ভিডিওগুলোর মধ্যে রয়েছে সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও ফারহানা নিশোর গান ‘তোমাকে যেন ভুলে যাই’। এ গানটি ইতোমধ্যে ৫ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। কুমার বিশ্বজিতের গান ‘বৃষ্টি এলেই আসো তুমি’, আরমান আলিফের ‘বেইমান’, মিউজিক ভিডিওগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রায় ৩৫টির মতো মিউজিক ভিডিও নির্মাণের সাথে জড়িত ছিলেন। এছাড়া সৈকত নাসিরের সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’ ও ‘ব্যাড বয়েজ’ নির্মাণে সহযোগিতা করেছেন। এছাড়া নাটক নির্মাণ ও অভিনয়ও করেছেন। পড়াশোনা এবং নির্মাণে উচ্চ ডিগ্রী অর্জনের জন্য অ্যান্থনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন।
সেখান থেকে তিনি বলেন, দেশে সহকারি পরিচালক হিসেবে আমি কাজ করেছি অভিজ্ঞতা অর্জনের জন্য। এখন আমার ইচ্ছা, যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে একজন পরিপূর্ণ নির্মাতা হিসেবে নিজেকে উপস্থাপন করা। কারণ, এখন প্রযুক্তির যুগে নির্মাণে প্রযুক্তির ছোঁয়া না থাকলে দর্শকের মন জয় করা যায় না। আমার সৌভাগ্য হয়েছে, দেশে ভাল কাজগুলোর সাথে নিজেকে যুক্ত করতে পেরেছি। আমার লক্ষ্য হচ্ছে, যে কাজ করব তা সময়ের দাবীর সাথে যেন তাল মেলাতে পারে। শুধু কাজ করার জন্য করা নয়। এজন্য উচ্চতর প্রশিক্ষণ এবং ডিগ্রির জন্য বিরতি নিয়ে দেশের বাইরে পড়াশোনার জন্য এসেছি। দেশে ফিরে আমার অভিজ্ঞতা কাজে লাগানোর সার্বোচ্চ চেষ্টা করব।